Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, উপপরিচালকের কার্যালয়, বাড়ী-৩২, ৩য় তলা, এবিসি পয়েন্ট, উপশহর মেইন রোড, সিলেট ।


আমাদের অর্জনসমূহ

দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মত বাংলাদেশেও সার্বিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য পিডিবিএফ পল্লী অঞ্চলের সুবিধাবঞ্চিত জন গোষ্ঠীকে সংগঠিত করে কার্যকরী ঋণ দান কর্মসূচী, দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চয় জমার মাধ্যমে পুঁজি গঠন, ক্ষুদ্র উদ্দ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ছোট ছোট শিল্প স্থাপন, বিদ্যুতবিহীন এলাকায় বিদ্যুত সুবিধা পৌঁছানো, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হচ্ছে। পাশাপাশি বর্তমানে পিডিবিএফ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও প্রশংসনীয় ভূমিকা রাখতে সমর্থ হচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিডিবিএফ গ্রামীণ দরিদ্র ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বয়ম্ভর, উৎপাদনমূখী কার্যক্রমে অংশগ্রহণ, কর্মসংস্থান সৃষ্টির জন্য  সিলেট অঞ্চলের ০৩ টি জেলার ১৮ টি উপজেলায় ১৮টি কার্যালয়ের আওতায় বিগত ০৩ বছরে ১০,৪৮৩ জন সুফলভোগী সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে এবং ঋণ বিতরণ করা হয়েছে ৫৬ কোটি ১২ লক্ষ ৯৯ হাজার টাকা,  ঋণ আদায়ের হার ৮৬%। গত ০৩ বছরে  সুফলভোগী সদস্যদের নীট সঞ্চয় জমার পরিমান  ৮ কোটি ৮২ লক্ষ ৯৮ হাজার ৬৯ টাকা। এ কার্যক্রমে প্রায় ৩১,৬৮০ জন গ্রামীণ জনগোষ্ঠীর বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড যেমন-গাভী পালন, মৎস্য চাষ, হস্ত শিল্প, শাকসবজি চাষ, নার্সারী, মুরগী পালন ইত্যাদির মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে । ফলে পিডিবিএফ জাতীয় উৎপাদন বৃদ্ধিতে  উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে।